জিয়াগঞ্জ আপডেট

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একই পরিবারের ৩ সদস্য খুনের ঘটনায় এডিজি সাউথ বেঙ্গলসঞ্জয় সিং, ডিআইজি সাউথ বেঙ্গল বাস্তব বৈদ্য ও মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ কুমার ঘটনাস্থলে যান শুক্রবার রাতে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার জানান ঘটনায় চারজন কে আটক করা হয়েছে। তার মধ্যে দুজন কে জিজ্ঞেসবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে ও দুজন কে জিজ্ঞাসবাদ করা হচ্ছে।

Post a Comment

Copyright © politicalberg. Designed by OddThemes