অন্ধকারে অবৈধভাবে তেল বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল

রবীন্দ্রনগর থানার অন্তর্গত আমরিতলা বাজারে লালা বিজয় নামে এক কেরোসিন তেল ডিলার রাতের অন্ধকারে অবৈধভাবে তেল বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল, মহেশতলা পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু তালেব মোল্লার হাতে। আবু তালেব মোল্লা যেমনটা জানায় যে, প্রায় সময়ই তার কাছে অভিযোগ আসতো কেরোসিন তেল ডিলার লালা বিজয় মাপে কারচুপি করছেন এবং বেশি দামে কেরোসিন তেল বিক্রি করছেন।কাল রাতে উনি ওনার দলীয় অফিস এ কোন লাইট না জ্বালিয়ে একাই বসে ছিলেন, ঠিক সেই সময়ে একজন ক্রেতাকে তেল বিক্রি করার সময় হাতেনাতে ধরে ফেলেন আবু তালেব মোল্লা। থানায় ভাইস চেয়ারম্যান ফোন করলে রবীন্দ্র নগর থানা রাতে তাকে আটক করে এবং আজ সকালে গ্রেফতার দেখিয়ে ৪০৯/৪২১ ধারায় আলিপুর কোর্টে পাঠায়। কোর্টে নিয়ে যাওয়ার সময় আমরা তাকে জিজ্ঞাসা করলে সে চুরির কথা শিকার করে।

Post a Comment

Copyright © politicalberg. Designed by OddThemes