ব্যাঙ্কের ভেতরে কেপমারি, পুরো ঘটনা সিসিটিভি বন্দী । থানায় অভিযোগ দায়ের। ভরদুপুরে ব্যাংকের ভেতর থেকে টাকা কেপমারির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁ স্টেট ব্যাংকে ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বনগাঁ থানার কলেজ পাড়া এলাকার বাসিন্দা স্বপন সেনগুপ্ত এদিন সকালে বনগা স্টেট ব্যাংকে 34000 টাকা তোলেন কিছু সময় পর ব্যাংকের ভেতরে থেকেই লক্ষ্য করেন তার ব্যাগের চেইন খোলা এবং ব্যাগের ভেতরে থাকা 34000 টাকা উধাও এরপর তিনি ব্যাংক কর্তৃপক্ষকে অভিযোগ দায়ের করেন এবং সিসিটিভি ফুটেজে দেখা যায় দুইজন লোক তার ব্যাগে থেকে টাকা চুরি করছে এরপর শুক্রবার সন্ধ্যায় তিনি বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ধরনের ঘটনায় আতঙ্কিত গ্রাহকরা। তদন্তে বনগাঁ থানা।
Home Politics ব্যাঙ্কের ভেতরে কেপমারির পুরো ঘটনা সিসিটিভি বন্দী
ব্যাঙ্কের ভেতরে কেপমারির পুরো ঘটনা সিসিটিভি বন্দী
By politicalberg At October 11, 2019 0
Subscribe to:
Post Comments
(
Atom
)