ফের মূর্তি ভাঙচুর

বরানগরের বাঘাযতীন রোডে বাঘাযতিন এই মূর্তি ভাঙচুর করল দুষ্কৃতীরা আজ সকালে স্থানীয় বাসিন্দারা এসে দেখতে পান যে বাঘাযতীন এ মূর্তিটি ভাবা পড়ে রয়েছে খবর দেওয়া হয় বরানগর থানার পুলিশ কে পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বরানগর পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন তার অভিযোগ দুষ্কৃতীদের রাতের অন্ধকারে মূর্তিটি ভেঙেছে।

Post a Comment

Copyright © politicalberg. Designed by OddThemes