Home Politics জিয়াগঞ্জের নাগাল পেতে সিউড়িতে তল্লাশি
জিয়াগঞ্জের নাগাল পেতে সিউড়িতে তল্লাশি
By politicalberg At October 11, 2019 0
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের খুনের ঘটনায় রামপুরহাটের পর সিউড়ি অরবিন্দ পল্লীর জাতীয় সড়ক লাগোয়া বাড়িতে এসে তল্লাশি চালান লালবাগের এসডিপিও সহ মুর্শিদাবাদ জেলা পুলিশ আধিকারিকরা, সঙ্গে ছিলেন সিউড়ি থানা আইসি অন্যান্য পুলিশকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় পুলিশ এসে বাড়ির তালা খুলে বেশকিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শৌভিক বণিক নামে ওই ব্যক্তি ঝাড়খণ্ডের কুন্ডহিতের একটি স্কুলে শিক্ষকতা করতেন বলে জানিয়েছিলেন। গতকাল বিকেলে তাকে শেষবারের মতো ওই বাড়িতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা দেয়ারও দাবি, তার পায়ে একটি আঘাতের চিহ্ন ছিল সেই কারণে সে হাটতেও পারছিল না।
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment