পঞ্চায়েত অফিস ভাঙচুর করে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসীরা

নদীয়ার চাকদা এলাকায় গঙ্গার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রায় কয়েকশো পরিবার| ঘরছাড়া পরিবারগুলি| প্রশাসনকে বারবার ব্যবস্থা নেওয়ার কথা বললেও কোনো সুরাহা না হওয়ায় শুক্রবার বিকেলে পঞ্চায়েত অফিস ভাঙচুর করে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসীরা| বেশ কয়েকদিন ধরে গঙ্গার ভাঙ্গনে চাকদহ রায়ডাঙ্গা, হেমনগর ও সরাটি গ্রাম গঙ্গার জলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে| এই গঙ্গার ভাঙ্গনে প্রায় 250পরিবার ঘরছাড়া হয়েছেন| যতদিন যাচ্ছে ততো বাড়ছে গঙ্গার ভাঙ্গন| এদিন তার প্রতিবাদে সড়াটি পঞ্চায়েত অফিস ভাঙচুর চালায় গ্রামবাসীরা| ঈশ্বরীপুর রাস্তা অবরোধ করেন তারা | এই খবর পেয়ে এলাকায় ছুটে আসে পুলিশ ও কল্যাণী বিডিও সোমনাথ দে| কথা বলেন অবরোধকারীদের সঙ্গে| তারপরও অবরোধ চালিয়ে যান এলাকা বাসীরা| যদিও এ বিষয়ে সোমনাথ বাবু জানান, দ্রুততার সঙ্গে ব্যবস্তা নেওয়া হবে| অবরোধ তুলতে নামানো হয়েছে রাফ| গ্রামের মহিলারা প্ল্যাকার্ড হাতে অবরোধ করতে বসেন| যদিও প্রশাসনের আশ্বাসে চিরে ভেজেনি| অবরোধ চলছে|রয়েছে বিশাল পুলিশ বাহিনী|

Post a Comment

Copyright © politicalberg. Designed by OddThemes