Home Politics পশ্চিমবঙ্গকে একটা টেরর স্টেট করতে চাইছে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
পশ্চিমবঙ্গকে একটা টেরর স্টেট করতে চাইছে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
By politicalberg At October 11, 2019 0
পশ্চিমবঙ্গকে একটা টেরর স্টেট করতে চাইছে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। খুন করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরী করে ভোটে জিততে চাইছে তৃণমূল কংগ্রেস। আজ মেদিনীপুরে এক কর্মী সভায় যোগ দিতে এসে সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। তিনি বলেন, পুজোর চারদিনে ৮ জন বিজেপি পরিবারের সদস্য খুন হয়েছে জিয়াগঞ্জ, শান্তিপুর সহ বিভিন্ন জায়গায়। তিনি আরও বলেন, জিয়াগঞ্জের শিক্ষক পরিবার খুনের রহস্যের ধারে কাছে পৌঁছতে পারেনি পুলিশ। সায়ন্তন বাবু দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলেন, বাংলাদেশ থেকে আগত দুস্কৃতিকারী, যারা এখন তৃণমূল দলের সদস্য, তারা ঐ শিক্ষক পরিবারের খুনের সঙ্গে যুক্ত। অন্যদিকে উত্তরবঙ্গে এক ১০ বছরের নাবালিকাকে হত্যা করা হয়েছে। গতকাল নদিয়ার শান্তিপুরে এক পুরোহিতকে খুন করা হয়েছে। কিন্তু একটা ক্ষেত্রেও দুস্কৃতিকারীরা ধরা পড়েনি। তাহলে পশ্চিমবঙ্গে কেন কেন্দ্রীয় শাসন বলবৎ হবে না, সেই প্রশ্ন তোলেন তিনি। তাই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় শাসন বলবৎ করার দাবিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাষ্ট্রপতি, স্বরাষ্টমন্ত্রী এবং রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন বলেও জানান সায়ন্তন বসু। এছাড়াও আগামীকাল থেকে কোলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ ধর্ণায় বসতে চলেছে রাজ্য বিজেপি বলেও জানিয়েছেন সায়ন্তন বসু। এদিন তিনি রজ্যের বুদ্ধিজীবীদের কটাক্ষ করে বলেন, যারা এর আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখন তারা এরাজ্যে কেন্দ্রীয় শাসনের দাবি করে চিঠি লিখুক, তাহলে বোঝা যাবে যে ওদের চিন্তা লোক দেখানো, না উনারা সত্যিকারের চিন্তিত।
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment