মোহভঙ্গ! তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের পুরোনো দলেই ফিরছেন দলত্যাগীরা। লোকসভা ভোটের ফল প্রকাশের পরই তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে যায়। নির্বাচনের আগে যে নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিয়েছিলেন, রাতারাতি তাঁরাই গলায় গেরুয়া উত্তরীয় পরে তাঁর সমালোচনা করতে শুরু করে দেন। তবে সেই হিড়িকে মড়ক লেগেছে। বিজেপিতে গিয়ে ওই দলত্যাগীদের উপলব্ধি, তাঁরা এখন না ঘরকা না ঘাটকা অবস্থায় রয়ে গিয়েছেন। অনেকেরই মোহভঙ্গ হয়েছে। নিজেদের ভুল বুঝতে পেরে আবারও ফিরছেন পুরোনো দলে। শুক্রবার দিনহাটার বিধায়ক উদয়ন গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য দিলীপ বর্মন এবং কাকলী মোদক পাশাপাশি গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের সদস্য নয়ন মিয়া। এদিন সাংবাদিক সম্মেলন করে বিধায়ক উদয়ন গুহ বলেন, দলের সাথে মনোমালিন্য থাকায় বেশ কয়েকজন বিজেপি তে চলে গিয়েছিল এদিন তারা ফের তৃণমূলে ফিরে এলো বলে।
Home Politics মোহভঙ্গ! তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের পুরোনো দলেই ফিরছেন দলত্যাগীরা
মোহভঙ্গ! তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের পুরোনো দলেই ফিরছেন দলত্যাগীরা
By politicalberg At October 11, 2019 0
Subscribe to:
Post Comments
(
Atom
)