পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বামুনারা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের চাষের জমিরু ক্যালেন জল ঠিকঠাক পাচ্ছে না চাষীরা। কাপশোড়, চন্ডিপুর, কানপুর, পানুয়া, সেরুয়া এই সমস্ত গ্রামের প্রায় সাড়ে সাত হাজার বিঘা জমি রয়েছে। গত বছর এই মাঠের অধিকাংশ জমির ধান জলের অভাবে মারা গেয়ে ছিল। এবছর যাতে করে পুনরাবৃত্তি না হয় তাই চাষিরা নিজেদের উদ্যোগে ক্যালেন সংস্কারে এগিয়ে এলেন। চাষিদের দাবি অবিলম্বে সেরুয়া মাঠের 960 ডি,বি,সি থেকে হাজার চেন ডি,সি যে ক্যালেনটি আমাদের মাঠে আসছে সেই ক্যালেনটিকে অবিলম্বে সংস্কার করুক সরকার। এবং 960 ডি,বি,সির সামনে পাকা করতে হবে অবিলম্বে। তবেই হাজার চেন ডি,সি তে জল আসবে। কানপুরের চাষী উৎপল সাই জানান, গত বছর জলের অভাবে আমার বেশ কয়েক বিঘা ধান মারা গেয়েছিল আমি কৃষি দপ্তরের বিভিন্ন অফিসে ভাতার বিধানসভার বিধায়ককে, ব্লক আধিকারিক থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে লিখিতভাবে জানিয়ে ছিলাম, কোন কাজ হয়নি ।প্রায় 10 বছর ধরে বিভিন্ন অফিসে লিখিতভাবে জানিয়েছি ।এমনকি বর্তমানে দিদিকে বল ফোন নাম্বারে ফোন করেছিলাম, সেখানে কোনো কাজ হয়নি ।বাধ্য হয়ে আমরা চাষিরা মিলে এই চ্যানেলটিকে সংস্কার করছি। যাতে করে এবছর আর থান যেন নষ্ট না হয়।
Home Politics ধান যাতে নষ্ট না হয় সে কথা মাথায় রেখে ভাতারের চাষিরা নিজেরাই এগিয়ে এলেন ক্যালেন সংস্কারে
ধান যাতে নষ্ট না হয় সে কথা মাথায় রেখে ভাতারের চাষিরা নিজেরাই এগিয়ে এলেন ক্যালেন সংস্কারে
By politicalberg At October 11, 2019 0
Subscribe to:
Post Comments
(
Atom
)